ভারতীয় ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, ১০ আগস্ট থেকে কার্যকর
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেসিং ফি বাড়িয়েছে ভারত। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) জানিয়েছে, আগামী ১০ আগস্ট থেকে ভিসা প্রক্রিয়াকরণ ফি ৮২৪ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আইভ্যাক জানায়, উপকরণ ও পরিচালন ব্যয় বাড়ায় এই ফি বাড়ানো হয়েছে। ২০১৮ সালের পর এবারই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি বৃদ্ধি করা হলো। এই ফি শুধুমাত্র আইভ্যাক কর্তৃক নির্ধারিত সার্ভিস চার্জ, যা আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য নেওয়া হয়। ভারত সরকার এখনো বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে সরাসরি কোনো ভিসা ফি নিচ্ছে না; ভিসা মূলত বিনামূল্যে দেওয়া হয়।
উল্লেখ্য, গত এক বছর ধরে বাংলাদেশিদের জন্য সাধারণ ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে শুধু জরুরি চিকিৎসা, শিক্ষার্থী এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে (যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাবেন) সীমিত সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। এ ধরনের ভ্রমণের জন্য সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসের পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট আবশ্যক।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনার আইভ্যাক সেন্টারগুলোতে এসব জরুরি ভিসার জন্য নির্দিষ্ট সংখ্যক স্লট চালু রয়েছে।