জুলাই ঘোষণাপত্র: ছাত্র-জনতাকে ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার, খরচ ৩০ লাখ
আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন অনুষ্ঠানে সারাদেশ থেকে ছাত্র-জনতাকে আনতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ, নরসিংদী, জয়দেবপুর ও ভাঙা থেকে ট্রেনগুলো আসবে। ট্রেনগুলোতে মোট আসনসংখ্যা প্রায় ৫,২০০। কর্মসূচি শেষে রাতেই যাত্রীরা ফিরবেন নিজ নিজ জেলায়।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত সেবা বিঘ্ন না ঘটিয়েই ট্রেনগুলো পরিচালিত হবে এবং বরাবরের মতো ৩০% অতিরিক্ত ভাড়ায় বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগেও বিভিন্ন রাজনৈতিক দল একই নিয়মে ট্রেন ভাড়া করেছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
ট্যাগস :