ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি ছাড়া বিমান বানালো সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেক্সঃ

 

সুইজারল্যান্ডের তৈরি সোলার ইম্পালস ২ একাই রচনা করল ইতিহাস! এক ফোঁটা জ্বালানি ছাড়াই বিশ্বজুড়ে উড়ে প্রমাণ করল সৌরশক্তির অপরিসীম সম্ভাবনা। এটি পরিষ্কার শক্তিতে উড্ডয়নের বাস্তবতা।

একটা গাড়ির চেয়েও হালকা, কিন্তু বোয়িং ৭৪৭-এর চেয়েও চওড়া এই বিমান! এর ডানায় বসানো ১৭,০০০+ সৌরকোষ দিনরাত শক্তি জুগিয়েছে ৪০,০০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে। শুধু বিমানের সীমাই নয়, ভেঙেছে মানসিক বাধাও।

এটি শুধু বিমান নয়, প্রেরণার প্রতীক ! শিল্প ও সরকারের সামনে জ্বলন্ত প্রমাণ রেখে গেছে যে নবায়নযোগ্য শক্তি শুধু স্বপ্ন নয়, বাস্তব ও নির্ভরযোগ্য। এটি দেখিয়েছে নীরব, নির্গমনহীন ভবিষ্যতের সম্ভাব্য রূপ।

জলবায়ু সংকটের এই সময়ে, সোলার ইম্পালস ২ এক জোরালো

সমাধান আমাদের মাথার উপরেই আছে – সূর্য । এটি উদ্ভাবন, সাহস আর টেকসই ভবিষ্যতের জন্য মানুষের অদম্য ইচ্ছার জয়গান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
৭ বার পড়া হয়েছে

জ্বালানি ছাড়া বিমান বানালো সুইজারল্যান্ড

আপডেট সময় ১২:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

সুইজারল্যান্ডের তৈরি সোলার ইম্পালস ২ একাই রচনা করল ইতিহাস! এক ফোঁটা জ্বালানি ছাড়াই বিশ্বজুড়ে উড়ে প্রমাণ করল সৌরশক্তির অপরিসীম সম্ভাবনা। এটি পরিষ্কার শক্তিতে উড্ডয়নের বাস্তবতা।

একটা গাড়ির চেয়েও হালকা, কিন্তু বোয়িং ৭৪৭-এর চেয়েও চওড়া এই বিমান! এর ডানায় বসানো ১৭,০০০+ সৌরকোষ দিনরাত শক্তি জুগিয়েছে ৪০,০০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে। শুধু বিমানের সীমাই নয়, ভেঙেছে মানসিক বাধাও।

এটি শুধু বিমান নয়, প্রেরণার প্রতীক ! শিল্প ও সরকারের সামনে জ্বলন্ত প্রমাণ রেখে গেছে যে নবায়নযোগ্য শক্তি শুধু স্বপ্ন নয়, বাস্তব ও নির্ভরযোগ্য। এটি দেখিয়েছে নীরব, নির্গমনহীন ভবিষ্যতের সম্ভাব্য রূপ।

জলবায়ু সংকটের এই সময়ে, সোলার ইম্পালস ২ এক জোরালো

সমাধান আমাদের মাথার উপরেই আছে – সূর্য । এটি উদ্ভাবন, সাহস আর টেকসই ভবিষ্যতের জন্য মানুষের অদম্য ইচ্ছার জয়গান।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5471