হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় অবস্থিত ‘আল রাফি ইলেকট্রনিক্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসা*হসিক চুরির ঘটনা ঘটেছে। গত রাতের কোনো এক সময় সংঘটিত এ চুরিতে প্রায় ২৫-৩০ লাখ টাকার বৈদ্যুতিক তার, নগদ অর্থ এবং স্বাক্ষরিত বেশ কয়েকটি চেক চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক।
তিনি আরও জানান, সকালে দোকান খুলে দেখেন সিসি ক্যামেরাগুলো ঘুরিয়ে রাখা ছিল, যাতে চুরির কোনো ফুটেজ না থাকে। স্থানীয়দের ধারণা, চোররা পরিকল্পিতভাবে এবং এলাকা সম্পর্কে পূর্ব ধারণা নিয়ে চুরির ঘটনা ঘটিয়েছে।
খবর পেয়ে হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ট্যাগস :