সাহসী আহ*ত সাংবাদিক হিসেবে বরাদ্দকৃত অনুদান এখনও পাইনি: মীর মো. আব্দুল কাদির
হবিগঞ্জ জেলার পরিচিত সাংবাদিক, দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্ট-এর জেলা প্রতিনিধি মীর মো. আব্দুল কাদির। আজ সকালে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সক্রিয় সাহসী অংশগ্রহণ ও আহ*ত সাংবাদিকদের নিকট থেকে গত বছরের অক্টোবরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আবেদন আহবান করে। সে প্রেক্ষিতে সাহসী আহ*ত সাংবাদিক হিসেবে তিনি গত বছরের ৪ অক্টোবর তথ্য উপদেষ্টা বরাবর প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ আবেদন করেন।
আবেদনটি তথ্য অধিদপ্তরের মাধ্যমে যাচাই-বাছাই শেষে হবিগঞ্জ জেলা তথ্য অফিসারের তত্ত্বাবধানে তার জাতীয় পরিচয়পত্র ও পেশাগত তথ্য ঢাকায় প্রেরণ করা হয়। পরবর্তীতে তাকে জানানো হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে তার নামে এক লক্ষ টাকা অনুদান বরাদ্দ হয়েছে। একইভাবে বানিয়াচংয়ের নি*হ*ত সাংবাদিক সোহেল আখঞ্জির নামেও একটি অনুদান অনুমোদিত হয়। বলা হয়েছিল, জুলাই মাস অথবা ৫ আগস্টের মধ্যে অনুদানের অর্থ পাওয়া যাবে।
তবে রহস্যজনক কারণে এখন পর্যন্ত অনুদানের কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন মীর মো. আব্দুল কাদির। বিষয়টি দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তুখোড় এই সাংবাদিক।