গত বছরে অভ্যুত্থানে নিহত ৬ অজ্ঞাত ম*র*দেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর
গত বছরে অভ্যুত্থানে নিহত ৬
জুলাই অভ্যু*ত্থানের সময় নি*হ*ত অজ্ঞাত ছয়জনের ম*র*দেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ম*র*দেহগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) আদালতের নির্দেশে ম*র*দেহগুলো হস্তান্তর করা হয়ে বলে জানিয়েছে পুলিশ।
অজ্ঞাত ছয়জনের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী। গত এক বছর ধরে ম*র*দেহগুলো ঢাকা মেডিকেলের মর্গে ছিল।
চিকিৎসকরা জানান, চব্বিশ সালের ৭ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে ম*র*দেহগুলো ঢাকা মেডিকেল আসে। প্রতিটি ম*র*দেহেই আঘা*তের চিহ্ন ছিল। আজ বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত ম*র*দেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হলো। তবে ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ সংরক্ষণ করা হয়েছে।
পুলিশ জানায়, এই ছয়জনের মধ্যে পাঁচজন আঘা*তজনিত কারণে ও একজন শট গা*নের আঘা*তে মা*রা যান।