শায়েস্তাগঞ্জ নুরপুর ইউপি চেয়ারম্যান বেলাল হবিগঞ্জ রেড ক্রিসেন্টের সেক্রেটারি।
শায়েস্তাগঞ্জ নুরপুর ইউপি চ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর পদাধিকার বলে জেলা প্রশাসক ড.মোঃ ফরিদুর রহমানকে সভাপতি ও শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলালকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট এ্যাডহক কার্য নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে । এ সংক্রান্ত এক সার্কুলারের অনুলিপি আরও ৯ টি দপ্তরে প্রেরণ করা হয়েছে । নব – নির্বাচিত সেক্রেটারি ও শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল বিএনপি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত এবং নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির বার বার সভাপতি । এছাড়া হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি সাবেক ৩ বারের সভাপতি , জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা আহবায়ক ও বর্তমান সভাপতি সহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন । তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিটের হবিগঞ্জ সেক্রেটারি মনোনীত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা আনন্দ উল্লাস করে ফেসবুকে মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন ।
কমিটিতে এডভোকেট সামছু মিয়া চৌধুরীকে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয় । এছাড়া সদস্যরা হলেন – মোঃ শাহজাহান আলী , মিজানুর রহমান চৌধুরী , আশরাফুল ইসলাম সুজন , ডাঃ মোঃ আহমদুল বারী চৌধুরী , মোঃ ইসলাম তরফদার তনু , নাহিদ উদ্দিন তারেক , তন্ময় তাহের রুবেল ও ইঞ্জিনিয়ার মনছুর রশীদ কাজল ।