শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-০৩
অদ্য ৩১ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে শ্রীমঙ্গল থানার এসআই/মোঃ সাইদুর রহমান, এএসআই/মোঃ আওলাদ হোসেন, এএসআই/মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর ৬০/২৩ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১। কাশেম মিয়া, পিতা-মৃত মোঃ ইদ্রিছ মিয়া, সৎ ভাই-আকলুছ মিয়া, সাং-পূর্ব লইয়ারকুল (গোপালপুর), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, পিটিশন মামলা নং-১৯৩/২৫ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ২। শেফালী কন্দ, পিতা-সমিরন কন্দ, সাং-পুটিয়াছড়া চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, সিআর ৬৩৬/২৪ (রামগঞ্জ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ৩। হেলেনা আক্তার, স্বামী-মোঃ মানিক মিয়া, স্থায়ী সাং-গাজীপুর (সেনের বাড়ি), পোঃ নন্দিগ্রাম, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর, হাল সাং-গোপালপুর (মানিকের বাড়ি), পোঃ সাতগাঁও, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।