শ্রীমঙ্গল পুলিশের অভিযানে ৪৫ বোতল কোডিবনসহ আটক ১
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪৫(পঁয়তাল্লিশ) বোতল Eskuf ( কোডিন)সহ আটক করা হয়েছে ১ জনকে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় ১৮ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ রাত ০২:৪৫ ঘটিকায় এসআই(নিরস্ত্র)/সজীব চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখাঁন ইউনিয়নের অন্তর্গত কুঞ্জবন সাকিনে মাদককারবারী রিপন মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী রিপন মিয়া (২৯), পিতা-আব্দুর রহমান, সাং-কুঞ্জবন, সিন্দুরখাঁন ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক আসামীর বসত ঘরের রান্নার কক্ষ হইতে প্লাস্টিকের ক্যারেট এর ভিতর রক্ষিত ৪৫(পঁয়তাল্লিশ) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ইনটেক কর্কযুক্ত Eskuf (কোডিন)যাহার প্রতি বোতলে ১০০ মি.লি করে মোট পরিমান-৪৫০০ মি.লি, মূল্য আনুমানিক ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা উদ্ধার করে জব্দ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে বলে জানান অফিসার ইনচার্জ।