ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক বোমাবর্ষণে শত শত মুসলমান হত্যা ও ভারতে মুসলমানদের ওপর হামলা,বাড়িঘরে অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১মার্চ) বাদ জুম্মা সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে শহরের কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে শেষ হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে জাতিসংঘ এর উদ্দেশ্যে
বক্তারা বলেন,অবিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর করে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বোমা হামলা বন্ধ করার দাবী জানান। তাছাড়া ভারতের নাগপুরে উগ্রবাদী হিন্দুদের দ্বারা মুসলমানদের ওপর হামলা ও বাড়ী ঘরে অগ্নি সংযোগের প্রতিবাদ জানান। ভারত ও ইসরায়েলের পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কটের দাবী জানান বক্তরা।
বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার সভাপতি সাদিকুল ইসলাম সাদিক,উপজেলা ছাত্র মজলিস এর সভাপতি নাঈম হাসান,খেলাফত ছাত্র মজলিস উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম,ইসলামী ছাত্র সেনা পৌর সভাপতি নাজমুল হোসেন,উপজেলা সভাপতি আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া নাজমুল ইসলাম ও খেলাফত যুব মজলিস এর দায়িত্বশীল মোজাহিদুল ইসলাম প্রমুখ।