হবিগঞ্জ- ৪ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন, নতুন প্রার্থী সাংবাদিক অলি উল্লা নোমান
হবিগঞ্জ- ৪ (চুনারুঘাট -মাধবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
সোমবার বিকালে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক জেলা জামায়াতে ইসলামীর কার্যকরী সভায় জেলা আমির মাওলানা মখলিছুর রহমানের পরিবর্তে
দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক মজলুম সাংবাদিক অলি উল্লাহ নোমানকে এ আসনে জামায়াতের প্রার্থী মনোনীত করা হয়।
সভার সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আমীর মাওলানা মখলিছুর রহমান।
সাংবাদিক অলি উল্লা নোমানের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখলা গ্রামের মরহুম মাওলানা সানাউল্লাহ মিয়ার ছেলে।
ট্যাগস :










