হবিগঞ্জের পুলিশ সুপারকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এঁর বদলীজনিত বিদায় উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে বিশেষ কল্যান সভায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়। বিদায় বেলায় সহকর্মীগণ আবেগে অশ্রুসিক্ত হয়ে বিদায় জানায়।
বিশেষ কল্যান সভায় পুলিশ সুপার বলেন ‘হবিগঞ্জ জেলায় কর্মকালীন সময়ে প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি ও ধর্মীয় প্রানপুরুষদের স্পর্শে সিক্ত পবিত্র এ জনপদের জানমালের নিরাপত্তায় যেমন নিয়োজিত ছিলাম, তেমনি বিদায় বেলায় সিক্ত হয়েছি আপনাদের ভালোবাসা ও শুভ কামনায়। হবিগঞ্জের অপরাধ দমনে যতটা কঠোর থেকেছি, নাগরিকের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঠিক ততটাই মনোযোগী থেকেছি। জেলা পুলিশের সেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট বেশ কিছু কাজের সূচনা করতে পেরেছি। নিয়মিত পুলিশিং এর পাশাপাশি নানামুখী জনবান্ধব কর্মসূচীতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি।
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করার সুযোগ গৌরবময় ও মর্যাদাপূর্ণ। বিগত দিনে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং নতুন কর্মস্থল কক্সবাজার জেলা বাসীর নিরাপত্তায় যেন নিয়োজিত থাকতে পারি সেজন্য আপনাদের দোয়া প্রত্যাশা করছি।’ এসময় হবিগঞ্জের সার্বিক উন্নয়ন ও সম্মানিত নাগরিকদের মঙ্গল কামনা করেন পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।










