মৌলভীবাজারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ভারতীয় বিড়ি উদ্ধার, আটক ২
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের দুটি পৃথক অভিযানে মোট ৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং ৩৫,০০০ শলাকা ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
৩ জুলাই রাতে শ্রীমঙ্গল থানার পাচাউন গ্রামে অভিযান চালিয়ে লেদন মিয়া আব্দুর রহমান (৫২)-এর বসতঘর থেকে ইয়াবা, গাঁজা ও মোবাইল জব্দ করা হয়। একই রাতে সদর উপজেলার শিমুলতলা বাজারের বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোরে অভিযান চালিয়ে দোকান মালিক সৈয়দ আব্দুল গালিব (৪০)-এর কাছে চোরাই বিড়ি ও গাঁজা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই মাদকদ্রব্য ও চোরাই পণ্য রাখার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
ট্যাগস :