চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
হবিগঞ্জের চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) খুন হয়েছে। ঘাতক ছোট ভাই জসিম (২২) কে চুনারুঘাট পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১৫ এপ্রিল রাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) একটি গাছ কেটে বাড়ীর সামনে রাখেন। উক্ত গাছটি দিয়ে তার আপন ছোট ভাই জসিম মিয়া (২২) টিউবওয়েল বেড়ার কাজে লাগিয়ে দেয়। বিষয়টি নিয়ে রুয়েল এর সহিত তার ভাই জসিম মিয়া, ভাই সোহেলের স্ত্রী স্বরুপা বেগম ও মাতা আবেদা খাতুনদের সাথে কথা কাটাকাটি ও বাক বিতন্ডা হয়।
এক পর্যায়ে উভয়ে ঝগড়ায় লিপ্ত হয়। এলোপাতারি, লাঠিসোটার আঘাতে রুয়েল মিয়ার মাথার পেছনে (ঘাড়ে) মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক রুয়েলের স্ত্রী তাছলিমা খাতুন স্থানীয় লোকজনের সহায়তায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। তার অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিলেটে প্রেরণ করেন।
গত বুধবার ১০ ঘটিকায় সময় নূরজাহান ক্লিনিকে মাজার গেইটে সিলেটে রুয়েল মিয়া মৃত্যু বরণ করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং রাতেই ঘাতক ছোট ভাই জসিম মিয়াকে গ্রেফতার করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নূর আলম বলেন, সাড়াশি অভিযান করে রাতেই ঘাতক জসিম মিয়া কে আটক করেন।
পুলিশ লাশ উদ্ধার উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।