জিএম কাদেরের ওপর নিষে*ধাজ্ঞা, স্বপদে ফিরলেন হাওলাদার-চুন্নু
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষে*ধাজ্ঞা জারি করেছে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। একই সঙ্গে তার বহিষ্কারাদেশে পদচ্যুত হওয়া সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কয়েকজন নেতাকে স্বপদে পুনর্বহাল করেছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) বিচারক মো. নুরুল ইসলাম এ আদেশ দেন। পরদিন, ৩১ জুলাই, জাতীয় পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
পুনর্বহাল হওয়া অন্য নেতারা হলেন প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ, আরিফুল রহমান, নাসির উদ্দিন মাহমুদ, জসিম উদ্দীন জসিম এবং দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান।
আদালতের রায়কে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, এই রায় প্রমাণ করেছে যে আইন ও ন্যায়বিচার এখনও জীবিত। জাতীয় পার্টি কোনো একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয়। এটি লাখো মানুষের রাজনৈতিক প্ল্যাটফর্ম। এখন দল আবার গণতন্ত্রের পথে ফিরে এসেছে।