সিলেটে কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে সুমন আহমদ (৪০) এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরের কাজীটুলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুমন ওই এলাকার বাসিন্দা মৃত আনা মিয়ার ছেলে। তিনি চাদরের ব্যবসা করতেন।
পুলিশ জানায়, সুমন আহমদকে ইফতারের জন্য ডাকতে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান স্বজনেরা। এ সময় তাঁকে বারবার ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। একপর্যায়ে দরজা ভেঙে তারা সুমন আহমদের লাশ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করেছে। তাঁর লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।
ট্যাগস :