ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জের বাহুবলে বিয়ে বাড়িতে হামলা। নারী পুরুষসহ আহত ১৫

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বাহুবলে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ অন্ততঃ ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলার ঘোষপাড়া গ্রামের কাঠমিস্ত্রি আব্দুল হামিদের মেয়ে শারমিন আক্তারের সাথে হবিগঞ্জ জেলা সদরের ঘোসাইপুর গ্রামের জহুর আলীর ছেলে ইমন এর বিয়ে শুক্রবার ইফতারের পর সম্পন্ন হওয়ার কথা। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ড বক্স দিয়ে উচ্চস্বরে গান বাজালে পার্শ্ববর্তী গ্রামের গাড়ি চালক আলী হোসেন এর ছেলে দিলু মিয়া (৩০)-এর নেতৃত্বে একদল স্থানীয় যুবক গান বাজনোতে আপত্তি জানান। আজ শুক্রবার দুপুরে ওই বিয়ে বাড়িতে পুনরায় গান বাজলে দিলু মিয়ার নেতৃত্বে ১৫-২০ সদস্যের একদল লোক হামলা চালায়। এতে বিয়ে বাড়িতে থাকা কনের আত্মীয়-স্বজন সহ অন্ততঃ ১৫ জন আহত হন। গুরুতর আহত মজনু মিয়া (৪০), জমিলা খাতুন (৭০), মিনারা খাতুন (৫০) ও হাবিবুর রহমান (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের হবিগঞ্জ আধুনকি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কনের পিতা আব্দুল হামিদ বলেন, আশপাশরে লোকজনকে বিয়ের দাওয়াত না দেওয়ার কারণে পরিকল্পিত ভাবে আমার বাড়িতে হামলা, মারধোর, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিয়ে বাড়ির পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বাহুবলে বিয়ে বাড়িতে হামলা। নারী পুরুষসহ আহত ১৫

আপডেট সময় ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

হবিগঞ্জের বাহুবলে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ অন্ততঃ ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলার ঘোষপাড়া গ্রামের কাঠমিস্ত্রি আব্দুল হামিদের মেয়ে শারমিন আক্তারের সাথে হবিগঞ্জ জেলা সদরের ঘোসাইপুর গ্রামের জহুর আলীর ছেলে ইমন এর বিয়ে শুক্রবার ইফতারের পর সম্পন্ন হওয়ার কথা। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ড বক্স দিয়ে উচ্চস্বরে গান বাজালে পার্শ্ববর্তী গ্রামের গাড়ি চালক আলী হোসেন এর ছেলে দিলু মিয়া (৩০)-এর নেতৃত্বে একদল স্থানীয় যুবক গান বাজনোতে আপত্তি জানান। আজ শুক্রবার দুপুরে ওই বিয়ে বাড়িতে পুনরায় গান বাজলে দিলু মিয়ার নেতৃত্বে ১৫-২০ সদস্যের একদল লোক হামলা চালায়। এতে বিয়ে বাড়িতে থাকা কনের আত্মীয়-স্বজন সহ অন্ততঃ ১৫ জন আহত হন। গুরুতর আহত মজনু মিয়া (৪০), জমিলা খাতুন (৭০), মিনারা খাতুন (৫০) ও হাবিবুর রহমান (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের হবিগঞ্জ আধুনকি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কনের পিতা আব্দুল হামিদ বলেন, আশপাশরে লোকজনকে বিয়ের দাওয়াত না দেওয়ার কারণে পরিকল্পিত ভাবে আমার বাড়িতে হামলা, মারধোর, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিয়ে বাড়ির পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5464