শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার ক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. ফরিদ আহমেদ অলি।
সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, শায়েস্তাগঞ্জ থানার ওসি দীলিপ কান্ত নাথ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছমির আলী, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আজিজ ফরহাদ, পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপন প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ সফি