ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান জানান, উত্তরা তিন নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কে নিজ বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা রয়েছে।
জানা গেছে, গত বছরের ৪ আগস্ট মো. জব্বার (২১) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে মামলা রয়েছে।
ট্যাগস :