চুনারুঘাটের রাজারবাজার ব্রীজটি ঝুকিপূর্ণ! যানচলাচল নিষিদ্ধ
চুনারুঘাটের রাজারবাজার ব্রীজটি ঝুকিপূর্ণ! যানচলাচল নিষিদ্ধ
কাজী মাহমুদুল হক সুজনঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার খোয়াই নদীতে নির্মিত ব্রিজ টি ঝুকিপূর্ণ হওয়ায় বালু ও মাটি বহনকারী যানবাহন চলাচল সম্পূর্ণ ভাবে নিষিধ করা হয়েছে।বুধবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিধি নিষেধ করা হয়। এবং একটি সাইনবোর্ড দেয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভুমি) মাহবুব আলম মাহবুব জানান,জনস্বার্থে ব্রীজটি ঝুকিপূর্ণ হওয়ায় মাটি ও বালুবাহী যান চলাচল নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
উল্লেখ্য যে গত বর্ষা মৌসুমে খোয়াই নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার পরে ব্রীজের একাংশের মাটি সরে যায়, ফলে ব্রীজটি কয়েক মাস যাবত ঝুকিপূর্ণ অবস্থায় বিদ্যমান ছিল।
ট্যাগস :