ভারতে নিহত তিন ব্যক্তির লাশ বাংলাদেশের কাছে হস্তান্তর করলো ভারতীয় প্রশাসন।
ভারতে নিহত ৩ বাংলাদেশীর লাশ হবিগঞ্জের বাল্লা সীমান্ত দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার বাল্লা স্থল বন্দর এলাকা দিয়ে লাশগুলো হস্তান্তর করে বিএসএফ।
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নিহত পরিবারের সদস্যরা,চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম,চুনারুঘাট মাধবপুরের সার্কেল এসপি ছালিমুর রহমান,চুনারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)জাহিদুল ইসলাম,বাল্লা বিজিবি কোম্পানী কমান্ডার খাইরুল আলম,ভারতের পক্ষে উপস্থিত ছিলেন খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ ধন সরকার,এবং বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারসহ গণমাধ্যম কর্মীরা। বাংলাদেশী নিহত তিনজন নিহতরা হলেন,উপজেলার আলীনগর গ্রামের জুয়েল মিয়া
বাসুল্লা গ্রামের পন্ডিত মিয়া ও কবিলাশপুর গ্রামের সজল মিয়া।
তারা গত মঙ্গলবার রাতে ভারতীয় কাটা তারের বেড়া দিয়ে গরু আনতে গিয়ে বুধবার রাতে তারা ভারতের খোয়াই থানার বিদ্যাবিল এলাকায় তীর দিয়ে আঘাত করে মেরে ফেলে। পরে খোয়াই থানা পুলিশ লাশ উদ্ধার করে বাংলাদেশের বিজিবির সাথে যোগাযোগ করে তাদের আইডি কার্ডের মাধ্যমে লাশগুলো সনাক্ত করে বৃহস্পতিবার সন্ধ্যায় লাশগুলো বাংলাদেশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করে দাপনের ব্যাবস্থা করা হচ্ছে।



















