সাটিয়াজুরীতে কর্মী সভায় শাম্মী আক্তার – খুনি হাসিনার আমলে দেশের জনগণ ভোট দিতে পারেনি,ভোট দিয়েছে গুন্ডা পান্তারা।
বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও হবিগঞ্জ ৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার সিফা বলেছেন গত খুনি হাসিনার আমলে দেশের জনগণ ভোট দিতে পারেনি, ভোট দিয়েছে আওয়ামীলীগের গুন্ডা পান্ডারা। আগামী সংসদ নির্বাচনে দেশের জনগণ শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারবে।
হবিগঞ্জ ৪ আসনে যে হউক মনোনয়ন পায় আমরা তার পক্ষে কাজ করবো। কারন ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। সুতরাং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাটাতে হবে।
তিনি রবিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি ও অংগ সংগঠন আয়োজিত প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
মোঃ তাহির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন ও চুনারুঘাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরন করেন।


















