চুনারুঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী আটক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় স্বামীর ছুরিকাঘাতে ফারজানা বেগম (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সকালে সিদ্দিক মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফারজানা বেগম উপজেলার
লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে।
তিনি দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং প্রাণ কোম্পানির শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া সন্দেহে কাজ থেকে বাসায় ফেরার পর ফারজানার স্বামী নুর আলী তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর নুর আলীকে সদর থানার পুলিশ গ্রেফতার করেছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে আছে।
নিহত ফারজানার পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
চুনারুঘাট থানার (ওসি) জাহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন এটি একটি স্পষ্ট হত্যা মামলা। ঘাতককে আটক করা হয়েছে।
কাজী মাহমুদুল হক সুজন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
তারিখ ০৭/১২/২৫










