বাহুবলের বিভিন্ন বাজারে স’মিলের ছড়াছড়ি। অধিকাংশের নেই কোন বৈধ কাগজপত্র।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রামেগঞ্জে বিভিন্ন এলাকায় অবৈধ স’মিলের ছড়াছড়ি পরিলক্ষিত হচ্ছে।
এসব স’মিলের অধিকাংশ বৈধ কোন কাগজপত্র নেই বলে খুঁজ নিয়ে জানা গেছে। আবার অনেকে হাই কোর্টে একটি রিট করে বনবিভাগের কিছু কর্মকর্তাতে ম্যানেজ করে স’ মিল গুলো পরিচালনা করছে। ফলে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
নিয়মনীতি তোয়াক্কা না করে এসব স’মিল চালনা করে দিনরাত বৈধ অবৈধ গাছ, কাঠ চিড়ানো হচ্ছে। যা অধিকাংশ সরকারি রাস্তা ও পাহাড়ি গাছ। একটি সংগবদ্ধ চক্র রাতের আধারে সরকারি রাস্তা ও পাহাড়ী এলাকার গাছ কর্তন করে এসব স’মিলে রাখে। পরে সময় সুযোগে গাছগুলো চিড়ে বিভিন্ন ফার্ণিচার দোখারগুলোতে বিক্রি করে।
বাহুবল উপজেলার পুটিজুরী,
মানিকাবাজার,চলিতাতলা,বাহুবল বাজার,ভাদেশ্বর,নতুনবাজার, সোয়াইয়াবাজারসহ বিভিন্ন এলাকায় রয়েছে স’মিল। এসব স’মিলের অনেকাংশ নেই লাইসেন্স কিংবা বৈধ কাগজপত্র। তাছাড়া নিয়মনীতি ও তোয়াক্কা করা হচ্ছে না। নতুনবাজার, পুটিজুরী স’ মিল থেকে মাত্র আধা কিলোমিটার দুরে রয়েছে চা বাগান ও পাহাড়। যা বন আইনে স’ মিল বসানোর বিধান নেই।
এ ব্যাপারে বন বিভাগের এক কর্মকর্তা ( নাম প্রকাশ না করার শর্তে) জানালেন বাহুবল উপজেলার অবৈধ ভাবে পরিচালিত স’ মিল গুলোর তালিকা করা হয়েছে। শিগ্রই নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।