ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হামজা চৌধুরী আমাদের মেসি হয়ে এসেছে- অধিনায়ক জামাল ভুঁইয়া

ক্রীড়া প্রতিবেদকঃ

 

লন্ডন থেকে বাংলাদেশ। তারপর হামজার দেশের বাড়ী।—গত কদিন এভাবেই ভ্রমণ করেছেন হামজা চৌধুরী। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তাঁর বাড়িতে রাজকিয় সংবর্ধনা পরে একরাত যাপন তারপর ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে বাফুফে ভবন—যেখানেই তিনি যান না কেন, সেখানেই দেখা যায় উপচে পড়া ভিড়।
বাফুফে ভবনে আজ সংবাদ সম্মেলনে হামজার সঙ্গে এসেছেন কোচ হাভিয়ের কাবরেরা ও ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জামাল সুদূর ডেনমার্ক থেকে এসেছেন বাংলাদেশে খেলতে। হামজাকে দেখতে আজ বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে ভিড় দেখা গেছে, তাতে অতীতের কিছু মনে পড়ছে কি না—এই প্রশ্নের উত্তরে জামাল বলেন, ‘আমি যখন এসেছিলাম, তখনো একই রকম পরিবেশ ছিল। প্রত্যেকেরই তার প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। তারা জানে হামজা দলকে কী এনে দিতে পারে। হামজাকে যেভাবে স্বাগত জানানো হয়েছে, সেটা অসাধারণ। মনে হচ্ছে আমাদের মেসি হয়ে এসেছে সে।
হামজাকে নিয়ে জামাল আরও বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। হামজা বিশ্বমানের ফুটবলার। আমাদের দলে হামজা এসেছে এবং সেটা অন্য ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে। বাংলাদেশে এসে সে প্রতিনিধিত্ব করছে। যখন সে জাতীয় সংগীত গাইবে, সেটা অন্যরকম একটা শিহরণ জাগাবে।’
ভারত ম্যাচ নিয়ে জামাল বলেন, ‘কদিন পর যে ম্যাচ শুরু হতে যাচ্ছে, সেটা নিয়ে প্রস্তুতি ভালো হচ্ছে। ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। ঢাকায় আজ আমাদের অনুশীলন হয়েছে। আগামীকাল আমরা ভারতে যাচ্ছি। সবশেষ আমরা ড্র করেছি তাদের সঙ্গে। এবার তাদের হারাব।’
ঢাকা বিমানবন্দরেও হামজাকে রাজকীয় বরণঢাকা বিমানবন্দরেও হামজাকে রাজকীয় বরণ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
৫ বার পড়া হয়েছে

হামজা চৌধুরী আমাদের মেসি হয়ে এসেছে- অধিনায়ক জামাল ভুঁইয়া

আপডেট সময় ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

লন্ডন থেকে বাংলাদেশ। তারপর হামজার দেশের বাড়ী।—গত কদিন এভাবেই ভ্রমণ করেছেন হামজা চৌধুরী। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তাঁর বাড়িতে রাজকিয় সংবর্ধনা পরে একরাত যাপন তারপর ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে বাফুফে ভবন—যেখানেই তিনি যান না কেন, সেখানেই দেখা যায় উপচে পড়া ভিড়।
বাফুফে ভবনে আজ সংবাদ সম্মেলনে হামজার সঙ্গে এসেছেন কোচ হাভিয়ের কাবরেরা ও ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জামাল সুদূর ডেনমার্ক থেকে এসেছেন বাংলাদেশে খেলতে। হামজাকে দেখতে আজ বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে ভিড় দেখা গেছে, তাতে অতীতের কিছু মনে পড়ছে কি না—এই প্রশ্নের উত্তরে জামাল বলেন, ‘আমি যখন এসেছিলাম, তখনো একই রকম পরিবেশ ছিল। প্রত্যেকেরই তার প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। তারা জানে হামজা দলকে কী এনে দিতে পারে। হামজাকে যেভাবে স্বাগত জানানো হয়েছে, সেটা অসাধারণ। মনে হচ্ছে আমাদের মেসি হয়ে এসেছে সে।
হামজাকে নিয়ে জামাল আরও বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। হামজা বিশ্বমানের ফুটবলার। আমাদের দলে হামজা এসেছে এবং সেটা অন্য ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে। বাংলাদেশে এসে সে প্রতিনিধিত্ব করছে। যখন সে জাতীয় সংগীত গাইবে, সেটা অন্যরকম একটা শিহরণ জাগাবে।’
ভারত ম্যাচ নিয়ে জামাল বলেন, ‘কদিন পর যে ম্যাচ শুরু হতে যাচ্ছে, সেটা নিয়ে প্রস্তুতি ভালো হচ্ছে। ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। ঢাকায় আজ আমাদের অনুশীলন হয়েছে। আগামীকাল আমরা ভারতে যাচ্ছি। সবশেষ আমরা ড্র করেছি তাদের সঙ্গে। এবার তাদের হারাব।’
ঢাকা বিমানবন্দরেও হামজাকে রাজকীয় বরণঢাকা বিমানবন্দরেও হামজাকে রাজকীয় বরণ


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5464