রাজধানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধে।
সহকর্মীর লাশের কফিন নিয়ে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
সহকর্মীর লাশের কফিন নিয়ে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নারী পোশাকশ্রমিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। আজ সোমবার সকালের এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সহকর্মীর লাশের কফিন নিয়ে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
সহকর্মীর লাশের কফিন নিয়ে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার (৩৫)। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিনারা বনানীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। সকালে কাজের উদ্দেশ্যে কারখানায় যাওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন শ্রমিকেরা। তাঁদের বুঝিয়ে ময়নাতদন্ত করানোর চেষ্টা করে পুলিশ। তবে তাঁরা লাশের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, সড়ক দুর্ঘটনা হয়েছে। একজন গার্মেন্টস কর্মী মারা গেছেন। অন্য আরেকজন আহত হয়েছেন। আমরা দুজনের বিষয়ে জানতে পেরেছি।
তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
খবর পেয়ে শ্রমিকরা জড়ো হয়ে বনানী চেয়ারম্যান বাড়ি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্প বন্ধ করে দেয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের অভিযোগি, দ্রুতগামী বাসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবরোধের ফলে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষেরা বিপাকে পড়েছেন।