চুনারুঘাটে ভারতীয় ১০০ কেজি গাঁজাসহ মদ ও বিয়ার জব্দ
দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর আওতাধীন চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপি সদস্যরা পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, মদ ও বিয়ার জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২ নভেম্বর) গভীর রাত থেকে সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারাক্ষেত নামক স্থানে ৮০ কেজি ভারতীয় গাঁজা, ১ বোতল মদ ও ৬ বোতল বিয়ার জব্দ করা হয়।
এরপর সকালে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২ নম্বর চা-বাগান এলাকা থেকে আরও ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা গাঁজা, মদ ও বিয়ার আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি শুধু দেশের সীমান্ত পাহারা দিচ্ছে না, পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও আমাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। এসব অভিযানের মাধ্যমে অপরাধীদের রুখে দেওয়া এবং জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন,“বিজিবি দেশের জনগণের আস্থার প্রতীক। মাদক ও চোরাচালান নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালানী চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।


















