চুনারুঘাটের সাটিয়াজুরীতে দুটি ব্রিকস ফিল্ডকে ২ লক্ষ টাকা জরিমানা।
হবিগঞ্জের
চুনারুঘাট উপজেলা সাটিয়াজুরি ইউনিয়নে দুটি ইটভাটাকে ২লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সোমবার দুপুরে এ জরিমানা করেন জেলা প্রশাসক কার্যলয়ের
সহকারী কমিশনার মোহাম্মদ উল্লাহ ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হরিপদ চন্দ্র দাশ। উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মোঃ ইউসুফ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ পুলিশের একটি টিম।
জানা যায়, নিয়মনীতি তোয়াক্কা না করে মিতালি ব্রিকস এবং দি সান ব্রিকস পরিচালনা করে আসছে। এ অভিযোগ পেয়ে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার মোহাম্মদ উল্লাহ। অভিযানে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মিতালি ব্রিকস এবং দি সান ব্রিকসকে পৃথকভাবে ১ লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সব অবৈধ কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।










