চুনারুঘাটে গরুসহ জনতার হাতে ৩ চোর আটক
হবিগঞ্জের চুনারুঘাটে চুরি করে পালানোর সময় জনতার হাতে তিন চোর আটক হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়।
সোমবার (১ ডিসেম্বর) সকালে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজারে গরু সহ তিন চোরকে আটক করে জনতা।
স্থানীয় গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান,দীর্ঘদিন ধরে উপজেলার সীমান্ত এলাকা ও চা বাগান এলাকায় নিরীহ চা শ্রমিকদের গরু চুরি হয়ে যাচ্ছে।একটি সংঘবদ্ধ চোর চক্র সব গরু চুরি করে উপজেলার বাহিরে বিভিন্ন হাটবাজারে বিক্রি করছে। সোমবার সকালে স্থানীয় জারুলিয়া বাজারে সন্দেহ হলে জনতা তিন চোরকে ধাওয়া করে।দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের মৃত মামদ আলীর পুত্র দুলাল মিয়া (৪০) একই গ্রামের জাবরু মিয়ার পুত্র রফিক ওরফে ফারুক ও কবিলাশপুর গ্রামের জমরুদ মিয়ার পুত্র আফজল মিয়া(৩৬) কে আটক করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান আটককৃত ৩ চোরকে আদালতের মাধ্যমে জেলে পাটানো হয়েছে। একটি গরু স্থানীয় গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর জিম্বায় রাখা হয়েছে।










