মিরাশি ইউনিয়নে হামলা লুটপাটের ঘটনায় এলাকাবাসীর প্রতিবাদ সভা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের মহোদির কোনা গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের লোকজন কতৃক হামলার প্রতিবাদে চুনারুঘাট- বাসুল্লা রাস্তা বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করেছে মিরাশি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ।
শুক্রবার বিকেলে মিরাশী ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডভোকেট আহাদ আলী মীর,আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবরু, এরশাদ আলী, জামায়াত নেতা ছোয়াব উল্লাহ,আল আমিন মিয়া,আহম্মদ আলী মীর,শফিক মেম্নার, আঃ রহিম মেম্বার,উজ্জল মিয়া,আয়াত আলী মীর,আতাউল হক ইমরান, রঙ্গ মিয়া,সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার ভিতরে হামলাকারী ও লুটপাট কারীদের গ্রেপ্তার না করলে পরবর্তীতে চুনারুঘাট- বাল্লা,চুনারুঘাট-বাসুল্লা,চুনারুঘাট নালমুখ-রাস্তা অবরোধ করে কঠুর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।










