চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির উদ্যেগে সিলেটে অনুষ্ঠিত হল চা শ্রমিক কনভেনশন।
আশেক আহমেদ চৌধুরী তুষারঃ
চা শ্রমিকদের ১১ টি দাবি নিয়ে চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির উদ্যেগে ” চা শ্রমিক কনভেনশন ” সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে সিলেটের দরগা গেইটের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়।
অজিত রায় বাড়াইক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম,বাসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমন্বয়ক মাসুদ রানা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোজাহিদা সুলতানা ঋতু,বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মানস নন্দী,লেখক ও গবেষক আলতাফ পারভেজ, কবি ও সাংবাদিক সজল ছত্রী সহ চা শ্রমিক নেতারা।
কনভেনশনে চা শ্রমিক বৈষম্য দুর করে তাদের ৬ শ টাকা দৈনিক মজুরি সহ ১১ চি দাবি জানান। অনুষ্ঠানে সিলেট বিভাগের ৫ শতাধিক চা শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
ট্যাগস :