মাধবপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
মাধবপুরের মাদারগড়ায় অবস্থিত এসএম স্পিনিং মিলে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে।রবিবার (৯ মার্চ) বিকাল ৫ টার দিকে স্পিনিং মিলের একটি গোডাউনে আগুন লাগে।ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দুইঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মাধবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাকিব উদ্দিন জানান, ৫ টা ২১ মিনিটে তারা এসএম স্পিনিং মিলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ২ টি অগ্নিনির্বাপক ইউনিট নিয়ে সেখানে পৌঁছান। হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ থেকে আরো ২ টি নির্বাপক ইউনিট আসে।৪ টি ইউনিটের প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭ টায় আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আসে।আগুনের সূত্রপাত কিভাবে সেটা জানাতে পারেননি তিনি।
তবে আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমান তুলা পুড়ে যায়।এ ঘটনায় কেউ আহত হননি। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে নিরূপন করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন রাকিব উদ্দিন।
এসএম স্পিনিং মিলের দায়িত্বশীল কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।