সিলেট বিভাগে বিডিডিএসওএ’র প্রধান উপদেষ্টা মনোনীত হলেন আলহাজ্ব জি কে গউছ
সিলেট বিভাগে বিডিডিএসওএ’র প্রধান উপদেষ্টা মনোনীত হলেন আলহাজ্ব জি কে গউ
কাজী মাহমুদুল হক সুজনঃ
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের (বিডিডিএসওএ) সিলেট বিভাগের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
সংগঠনের পক্ষ থেকে এক পত্রে জানানো হয়, বিগত ফ্যাসি’স্ট সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনে যে শূন্যতা তৈরি হয়, তা পূরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নতুনভাবে গঠিত হয়েছে বিডিডিএসওএ। দেশের সকল নিপীড়িত, নির্যাতিত ও দক্ষ ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগের আওতাধীন সকল জেলার ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে জেলা কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এসব কমিটির সঙ্গে সমন্বয়, পরামর্শ ও দিকনির্দেশনা দিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আলহাজ্ব জি কে গউছকে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গঠিত কমিটিগুলো যেন প্রধান উপদেষ্টার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিভাগের আওতাধীন বিডিডিএসওএ এর সকল জেলা কমিটি গঠনে জি কে গউছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।