ছাতকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। রোববার দুপুরে শহরের মন্ডলী ভোগস্থ মুজিবুর রহমান একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিসের সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন। ফাউন্ডেশনের প্রতিনিধি ও উপজেলা খেলাফত মজলিস নেতা মাওলানা আছআদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা আক্তার হোসাইন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা জসিম উদ্দিন, ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা আব্দুল খালিক মানিক, ইসলামি শাসন তন্ত্র আন্দোলন নেতা মাওলানা হুসাইন আল- হারুন, মাওলানা আব্দুস শাকুর, মাওলানা তফজ্জুল হক,মাওলানা আব্দুর রহিম, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আনোয়ার হুসাইন, হাফিজ নাজমুল ইসলাম প্রমূখ।উল্লেখ্য রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের অর্থায়নে ছাতক উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে অসহায় দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর অবহেলিত পরিবারের লোকজন দের মধ্যে আত্মামানবতার সেবায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ আয়োজন।