কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২
মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার চুরি হওয়া অটোরিকশা সিলেটের দক্ষিণ সুরমা থানা-পুলিশের সহায়তায় শমশেরনগর ফাঁড়ি পুলিশ সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চবিদ্যালয়ের নির্জন স্থান থেকে উদ্ধার করে।
গ্রেপ্তার দুজন হলেন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের মো. রনি মিয়া (২৬) ও রাজনগর উপজেলার আব্দুল হামিদ (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার শমশেরনগর মাছ বাজারের সকালে রাস্তার পাশে চালক ইব্রাহীম মিয়া অটোরিকশা রেখে গাড়ি ভাড়া আদায় করার জন্য বাজারের ভেতরে যান। কিছুক্ষণ পরে এসে দেখেন অটোরিকশা নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পাওয়ায় চালক গাড়ির মালিককে জানান। পরে চালক ও অটোরিকশার মালিক শমশেরনগর পুলিশ ফাঁড়িকে জানান। পরে সন্ধান না পেয়ে গাড়ির মালিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন। পরে অটোরিকশাটি উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।