চুনারুঘাটের বিশিষ্ট মুরুব্বি লাল মিয়া আর নেই
চুনারুঘাটের বিশিষ্ট মুরুব্বি ও পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লাল মিয়া আর নেই।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত কিছুদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যক্তিগত জীবনে লাল মিয়া ছিলেন অত্যন্ত সজ্জন, সদালাপী ও সমাজসেবক চরিত্রের একজন মানুষ। স্থানীয় সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা ছিল অনন্য।
তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ট্যাগস :



















