লোকজনের ভিড়, সাক্ষাৎকারের ‘চাপ’ – বাড়ি ছাড়লেন মুরাদনগরে নির্যা’তনের শিকার সেই নারী
কুমিল্লা অফিসঃ
কুমিল্লার মুরাদনগরে পাশ’বিক নির্যা’তনের শিকার নারী পরিবারসহ বাবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। ঘটনার পর প্রতিদিন নানা শ্রেণিপেশার মানুষের ভিড়, গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের সাক্ষাৎকারের চাপ তাঁর জীবন দুর্বি’ষহ করে তোলে। এসব বিব্রতকর পরিস্থিতি এড়াতেই তিনি সরে যান বলে জানিয়েছে পুলিশ।
গত ২৬ জুন রাতে ফজর আলী নামে এক ব্যক্তি তাঁকে ধ*র্ষণ করে। ঘটনার সময় স্থানীয় কিছু লোক তাঁকে মা’রধর করে এবং নির্যা’তনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়। এসব অভিযোগে থানায় দুটি মামলা করেছেন ওই নারী। অভিযুক্ত ফজর আলীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের সহায়তায় তিনি দুই সন্তানসহ স্বামী বা অন্য কোন স্বজনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পরে তাঁর মা-বাবাও অন্যত্র চলে যান। এদিকে মঙ্গলবার স্থানীয় সাবেক এমপি কায়কোবাদের আগমন উপলক্ষে তাঁদের বাড়ির আশপাশে হাজারো মানুষের ভিড় হয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর মুখমণ্ডল প্রকাশ করে বিভিন্ন ভিডিও ছড়ানোয় তাঁর নিরাপত্তা ও গোপনীয়তা আরও হুমকির মুখে পড়েছে। এ কারণে তিনি পুলিশের সহায়তা চেয়েছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার চার যুবকের রিমান্ড শুনানি বৃহস্পতিবার হবে। পুলিশ বলছে, আরও কয়েকজনকে শনাক্ত করা হলেও তাঁরা পলাতক। তাঁদের ধরতে অভিযান চলছে।