মৌলভীবাজারে স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার সভাপতি কামরান ও সেক্রেটারি সৌরভ।
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা জেলা শাখার ৩৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কামরান আহমদকে সভাপতি, মুরাদ আহমেদ সৌরভকে সাধারণ সম্পাদক ও মামুন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শহরের আভিজাত্য রেস্টুরেন্টে নবগঠিত কেন্দ্রীয় কমিটি-২০২৫-২৬’র অনুষ্ঠিত পরিচিতি সভায় সবার সর্বসম্মতিক্রমে জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা’র প্রধান উপদেষ্টা মো. শামিম আহমেদ।
সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বুরহান উদ্দিন রুপকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারি হাফেজ মিনহাজ আহমেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট লিডিং ইউনিভার্সিটির প্রফেসর সৈয়দ আমিনুর রহমান, উপদেষ্টা মাওলানা আব্দুল হাকিম, মো. ফখরুল ইসলাম, মনোয়ার আহমেদ রহমান, সালেহ আহমদ, উপদেষ্টা সদস্য মুশফিকুর রহমান সাদিক, হাফিজুর রহমান চৌধুরী।
কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি তাহের তালুকদার হাসান, সহ-সভাপতি সাঈদ আহমদ, আলামিন সাইফ, আল-আমিন আহমদ, রুহুল আমীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, মো. ইমন আহমদ, সৈয়দ সাব্বির অভী, জিহাদুল হক শ্রাবণ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ইয়ামিম, সাইদুল হাসান, সৈয়দ আশফাক আলী নাহিদ, জুবায়ের আহমদ নাঈম, অর্থ সম্পাদক মো. আলী হোসেন, সহ-অর্থ সম্পাদক রমি আহমদ, দপ্তর সম্পাদক রাজন আহমদ।
উল্লেখ্য, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা ২০১১ সালে প্রতিষ্ঠালগ্নের পর থেকে মানবিক সমাজ বিনির্মানের লক্ষ্যে দীর্ঘ একযুগ ধরে জেলায় সমাজকল্যাণমূলক কাজ করে আসছে। বন্যায় ক্ষতিগ্রস্তের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, খেলাধুলার আয়োজন, গরীব-অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান, পবিত্র মাহে রমজানে এসডি কোরআনের আলো প্রতিযোগিতা, মানবিক সহায়তা, নিয়মিত,স্বেচ্ছায় রক্তদানসহ সমাজের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে সংস্থাটি।