শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদ স্থগিত
হবিগঞ্জ প্রতিনিধিঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদ স্থগিত
সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসানের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
০৮ জুলাই (সোমবার) সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ মিলেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কেন স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে না, তা আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
সেইসঙ্গে কারণ দর্শানোর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়।
সোমবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এ নোটিশ পোস্ট করা হয়।