চুনারুঘাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন বেগম জিয়ার আইনজীবী এডঃ আমিনুল ইসলাম।
হবিগঞ্জ ৪ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বেগম খালেদা জিয়ার আইনজীবী ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাট প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার করেছেন।
শুক্রবার বিকালে প্রেসক্লাব ভবনে অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রির্পোটার আলমগীর হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ আলী মীর, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, তোতা মিয়া,সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন খন্দকার প্রমুখ। প্রধান অতিথি এডভোকেট আমিনুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
ট্যাগস :