শ্রীমঙ্গলের জেরিন চা বাগানে মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার-০১, চোরাইকৃত মালামাল উদ্ধার
গত ১১ আগস্ট ২০২৫ খ্রিঃ ভোর রাত অনুমান ০৪.০০ ঘটিকা হইতে সকাল ০৬.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় আসামী রহমত আলী (৪৩), পিতা-মৃত আজমত আলী, সাং-রাধানগর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার শ্রীমঙ্গল থানাধীন জেরিন চা বাগানের ১ নম্বর লাইনস্থ সার্বজনিন দূর্গা মন্দিরে সঙ্গোপনে অনধিকার প্রবেশ করিয়া মন্দিরের ভিতরের প্রতিমার কাপড়, ককশিটের তৈরী কিছু জিনিসপত্র ও একটি পর্দা চুরি করিয়া নিয়া যায়। ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর উক্ত আসামীকে রাধানগর প্যারাগন রিসোর্টের সামন হইতে আটক করিয়া মন্দির থেকে চুরি করে নেওয়া (ক) একটি খয়েরী-সাদা রংয়ের দরজার কাপড়ের পর্দা, (খ) চারটি হলুদ, কমলা, খয়েরী ও সবুজ রংয়ের বিভিন্ন সাইজের লাইলনের কাপড়ের টুকরা, (গ) দুটি প্রতিমার মাথার ককশিটের তৈরী তাজ, (ঘ) চারটি ফোমের তৈরী গলার মালা, যাহার সর্বমোট মূল্য আনুমানিক ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা উদ্ধার পূর্বক এসআই বাবলু কুমার পাল জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।