ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আটক ৩
ভৈরব রেলওয়ে স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে তিনজন গ্রেফ/তার করা হয়েছে।
রেলওয়ে পুলিশের সূত্রে জানা যায়, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ভৈরব রেলওয়ে পুলিশ ও রেলওয়ে ডিবি যৌথভাবে অভিযান চালিয়ে মো: সাজন (১৬), মো: ফাহিম (১৭) ও মো: আরমান (১৬)কে স্টেশনের আশপাশ থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ ভৈরব রেলওয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি মা/ম/লা দায়ের করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গতকাল ভৈরবকে জেলা ঘোষনার দাবিতে বিক্ষোভ চলাকালে একদল বিক্ষোভকারী উপকূল এক্সপ্রেস ট্রেনে ইট-পাথর নিক্ষেপ করে ট্রেন ও যাত্রীদের জন্য ঝুঁকি সৃষ্টি করেন।
ট্যাগস :











