হৃদয়ের শাস্তি পুনরায় বহাল রাখার ব্যাপারেই ফারুকের সঙ্গে বৈঠক চলছে মোহামেডানের
হৃদয়ের শাস্তি পুনরায় বহাল রাখার ব্যাপারেই ফারুকের সঙ্গে বৈঠক চলছে মোহামেডানের। তামিমের নেতৃত্বে আজ ক্লাবটির ক্রিকেটাররা একত্রিত হয়েছেন মিরপুরে। লিগ বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত তাঁরা নিতে পারেন বলে শোনা যাচ্ছে।
লিগ পর্বে ১১ ম্যাচে ৯ জয় ও ২ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিল মোহামেডান। দলটি এখন সুপার লিগে অবস্থান করছে তিন নম্বরে। ৩ ম্যাচে ২ জয় ও ১ পরাজয়ে তাদের পয়েন্ট ৪। আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান, গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব—সুপার লিগে খেলছে এই ছয় দল।
ট্যাগস :