বাহুবলের মেডিকেলে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
হবিগঞ্জের বাহুবল উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করায় সাবিকুন্নাহার অর্পি ও মোহাম্মদ রায়হান মিয়া-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুর ১২ ঘটিকায় বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই ভুইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক রতন চন্দ্র দে, ৫ গ্রাম নেতা ফয়সল আহমেদ, প্রধান শিক্ষক নাছির উদ্দিন, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক হাবিবুর রহমান, সাবিকুন্নাহার অর্পির গর্বিত পিতা হুমায়ুন কবির, মোহাম্মদ রায়হান মিয়ার গর্বিত মাতা আলেয়া সুলতানা, খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দেব, হারুনুর রশীদসহ আরও অনেকে।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মজিবুর রহমান, দুলাল মিয়া, বিজয় কৃষ্ণ দাস, মনিকা সূত্রধর ও রীমা রানী দেব।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সুষ্মিতা রানী দেব, শৈলী দেব শ্বেতা, শাহরিয়ার মাহমুদ সালমান, ইসরাত জাহান জেরিন, রুদ্র দেব, সামিয়া জাহান ঐশি, ফেরদৌসী আহমেদ সুপ্তি ও তানভীর রহমান।
অনুষ্ঠানে মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী সাবিকুন্নাহার অর্পি ও মোহাম্মদ রায়হান মিয়া তাঁদের অনুভূতি প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এম. শামছুদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তানভীর রহমান এবং গীতা পাঠ করেন শৈলী দেব শ্বেতা। পরিশেষে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও শুভেচ্ছা জানানো হয়।


















