ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক বদরুল আলমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাবেক সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি বদরুল আলমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সিলেট সাইবার ট্রাইব্যুনাল ও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফেরদৌস আরা বদরুল আলমসহ সব আসামিকে খালাস দেন। এর মধ্য দিয়ে প্রায় পাঁচ বছর ধরে চলা এ মামলার নিষ্পত্তি হলো।
২০২১ সালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি হ্যাচারিতে দায়িত্বে থাকাকালে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। ওই সময় ‘দুর্নীতির বলয় গড়েছেন মৎস্য কর্মকর্তা আলম’ শিরোনামে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। পরে মাছরাঙা টেলিভিশনেও একই বিষয়ে সংবাদ প্রচার করেন জেলা প্রতিনিধি চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ। এরপর এসব সংবাদ ঢাকতে সাংবাদিক বদরুল আলম ও ফরহাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মৎস্য কর্মকর্তা আলম।



















