র্যাবের অভিযানে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগে ৯ জন দালালকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় অবস্থান নিয়ে রোগী ও স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতো। তারা কমিশনের আশায় অসুস্থ রোগীদের বিভ্রান্ত করে সরকারি চিকিৎসা সেবা থেকে দূরে সরিয়ে নিত।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “হাসপাতাল এলাকায় দালালচক্র দীর্ঘদিন সক্রিয় ছিল। সাধারণ মানুষ যেন সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, এজন্য অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়রা জানান, হাসপাতালের ভেতর ও আশপাশে এসব দালাল রোগী টানার নামে চাঁদাবাজি ও প্রতারণা চালাতো। প্রশাসনের এ অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে এবং এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি জানিয়েছে।
পুলিশ বলেছে, হাসপাতাল চত্বর ও সরকারি সেবা কেন্দ্রগুলোকে দালালমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।



















