নিখোঁজে ৩ বছরেও খোঁজ মিলেনি ব্র্যাক কর্মী নাজমা আক্তারের
২০২২ সালের ৩ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল ব্র্যাক অফিস থেকে নিখোঁজ হন নাজমা আক্তার (স্বামী: শাহ মোঃ সোহেল, গ্রাম: নারিকেলতলা, বাহুবল, হবিগঞ্জ)।
নিখোঁজের পর ব্র্যাক ম্যানেজার মহসিন কবীর (মোবাইল: ০১৭১৭৬১৭৩০২) শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করেন, ডায়েরি নং–১৬৩।
তবে প্রায় তিন বছর পার হলেও এখনো পর্যন্ত নাজমার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ব্র্যাক কর্তৃপক্ষ ও প্রশাসনের নীরবতা জনমনে গভীর উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
একজন নারী কর্মীর এমন রহস্যজনক নিখোঁজের পরও কেন কোনো সঠিক অনুসন্ধান নেই?
এদিকে নাজমার দুটি অবুঝ মেয়ে প্রতিদিন মায়ের ফেরার আশায় জানালার পাশে বসে থাকে, জানে না তাদের মায়ের কী ঘটেছে, বেঁচে আছেন নাকি চিরতরে হারিয়ে গেছেন কেউ জানেনি। বার বার তার পরিবার ব্র্যাক কতৃপক্ষের সাথে যোগাযোগ করেও ব্যর্থ হয়।
ট্যাগস :











