স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদে সরকারি কর্মকর্তা ছাড়া অন্য কেউ মনোনীত হতে পারবে না
স্কুল ও কলেজ পরিচালনা
শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে দেশের কোনো স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদে সরকারি কর্মকর্তা ছাড়া অন্য কেউ মনোনীত হতে পারবেন না।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের কার্যক্রম আরও জবাবদিহিমূলক করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বা যেকোনো প্রথম শ্রেণির কর্মকর্তা এখন থেকে সভাপতির দায়িত্বে থাকবেন।
এর ফলে রাজনৈতিক প্রভাব, স্থানীয় দ্বন্দ্ব ও স্বার্থন্বেষী গোষ্ঠীর হস্তক্ষেপ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকটাই মুক্ত থাকবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “বহু স্থানে সভাপতি নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছিল। সরকারি কর্মকর্তারা সভাপতির দায়িত্বে থাকলে সে সমস্যা অনেকটাই কমবে।”
নতুন নির্দেশনার আলোকে চলমান পরিচালনা কমিটিগুলোর মেয়াদ শেষে বা বিলুপ্তির পর এ সিদ্ধান্ত কার্যকর হবে। এই সিদ্ধান্তকে শিক্ষানুরাগীরা ইতিবাচকভাবে দেখলেও, কিছু এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা এতে অসন্তোষ প্রকাশ করেছেন।











