সাড়ে ৯ কোটি টাকার গাড়ির নিলামে দাম মাত্র ১ লাখ!
সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল ২৪টি গাড়ি এখন কাস্টমসের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম কাস্টমসের প্রথম দফা নিলামে এসব গাড়ির আশানুরূপ দাম না ওঠায় দ্বিতীয় দফা নিলামে অনাগ্রহী কর্তৃপক্ষ।
গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারউজ্জামানের আনা একটি ল্যান্ড ক্রুজার জেডএক্স গাড়ির সংরক্ষিত মূল্য ছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা, কিন্তু নিলামে দাম উঠেছে মাত্র ১ লাখ টাকা!
এ অবস্থায় এনবিআর নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, সরকারি কিছু সংস্থা ৬০% দামে গাড়ি নিতে আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, “জলের দরে বিক্রি করব না, ভালো ব্যবহার নিশ্চিত করতে উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে।”
তৎকালীন এমপিরা এসব গাড়ি এনেছিলেন দ্বাদশ সংসদ নির্বাচনের আগে। পরে সংসদ ভেঙে দিলে শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে এনবিআর। তাতে এই গাড়িগুলো ফেলে যান সাবেক সংসদ সদস্যরা।