মাইলস্টোনে বিমান বিধ্ব*স্ত: জাতীয় বার্নে আরও ৫ মৃ*ত্যু, নিহ’ত বেড়ে ২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্ব*স্তের ঘটনায় জাতীয় বার্নে আরও ৫ জনের মৃ*ত্যু হয়েছে। এ নিয়ে নিহ’তের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়ালো।
মঙ্গলবার (২২ জুলাই) বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃ*ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহ’ত ৫ জন হলেন বাপ্পি (৯), এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৪) ও শায়ান ইউসুফ (১৪)। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৯ জনের মৃ*ত্যু হলো।
এ ঘটনায় হাসপাতালে ভর্তি আছেন ১৭১ জন। তাদের মধ্যে জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে, সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্ব*স্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।
এর পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ শুরু করে।